Image description

আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ অংশ নিয়েছে। জনস্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো এলাকা।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এক আহত যোদ্ধা বলেন, “প্রথমত আল্লাহর হুকুমে যদি আমরা ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসব।”

তিনি আরও বলেন, “আমাদের দল ক্ষমতায় এলে প্রথম কাজ হবে প্রশাসনের সকল পর্যায়ের ব্যক্তিদের সম্পদের হিসাব নেওয়া। সচিব থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীদের ব্যাংক হিসাব পর্যালোচনা করতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”