Image description
 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি যৌথ বৈঠক হয়েছিল যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নতুন রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি।

জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজেও এমন তথ্য জানানো হয়। 

শুক্রবার দুপুর ৩ টায় রাজধানীর মানিক মিয়া এভেনিয়তে তরুণদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে সকাল থেকে সেখানে জমায়েত শুরু হয়েছে ছাত্রজনতার। 

 

ইতিমধ্যে মিছিলে মিছিলে মুখর হয়েছে মানিক মিয়া এভিনিউ। সেখানে আসতে শুরু করেছে ছাত্র জনতা। বর্তমানে স্লোগানে ও মিছিলে উত্তাল রাজধানীর মানিক মিয়া এভিনিউ। 

মাইকে বলতে শোনা যাচ্ছে, রংপুর পীরগঞ্জ থেকে যারা এসেছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আপনারা মনিপুরী পাড়ার মসজিদ সেখানে সভা হবে। আপনারা সেখানে জড়ো হবেন আপনাদের সংগঠকরা সেখানে অবস্থান করছে।