Image description

আজ বুধবার ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে নতুন এই সংগঠনে বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমন দাবিতে আজ বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এসময় অন্তত ১১ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

জানা গেছে, আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

পরে সেখানে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদ মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংসদের যে চারজন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাপারে সবাই একমত রয়েছেন। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা কোনো বিশৃঙ্খলা নয়। আমরা মনে করছি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে, এ ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নতুন এই সংগঠন নিশ্চিত করবে।

‘‘এ ক্ষেত্রে প্রাইভেট, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ করেছি। কিন্তু যখন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে তখন পরিস্থিতি শান্ত হয়ে আসে।’’

তিনি বলেন, এ কমিটিতে ঢাবির কোনো সিন্ডিকেট নেই। অতি দ্রুত বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্য ক্যাম্পাসগুলোতে কমিটি দেওয়া হবে। নেতৃত্বের প্রতি শিক্ষার্থীদের বিশেষ একটি আকর্ষণ ছিল, সেজন্য শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ করা গেছে। এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুটা হাতাহাতি হয়েছে।’