Image description

আত্মপ্রকাশ হতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তাদের ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বৈষম্যের বাংলায়, ঠাঁই নেই ঠাঁই নেই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা গেছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর মধুর ক্যান্টিনে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলে সংবাদ সম্মেলন করতে পারেনি বৈষম্যবিরোধীরা।

এসময় মধুর ক্যান্টিনের ভেতরে আরেকটি পক্ষকেও আলাদা করে স্লোগান দিতে দেখা গেছে। ফলে পূর্ব ঘোষিত নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানটি পণ্ড হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত আসছে...