
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভালোবাসা দিবস নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।
আজ ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়। মানুষ একে অপরের প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করে।
এবার ভালোবাসা দিবস নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আলোচিত পোস্ট শেয়ার করল। যেখানে ইংরেজিতে লেখা হয়েছে, ভালোবাসা দিবস আমাদের সংস্কৃতি নয়।
এমন পোস্টে বিভিন্ন কমেন্ট করেছে ফেসবুক ব্যবহারকারীরা।
একজন লিখেছেন, মুসলিমদের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসার। আল্লাহ তাআলা অপসংস্কৃতি থেকে আমাদের হেফাজত করুন।
অন্য একজন লিখেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই দিন আমরা যেভাবে পালন করি, পশ্চিমারা ওদের কালচার হয়েও এইভাবে পালন করে না। আল্লাহ আমাদেরকে এইসব হারাম থেকে হেফাজত করুন।