ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে পূজা চলাকালে মন্দিরের কুয়ার ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে কুয়ার ছাদ ধসের এ ঘটনা ঘটে। ওইদিন সকালে কয়েকশ’ পুণ্যার্থী মন্দিরে হাজির হয়েছিলেন। পরে পূজা চলাকালীন কিছুসংখ্যক পুণ্যার্থী মন্দিরের ভেতরে থাকা ওই কূপের ছাদে উঠে পড়েন। কূপটি অনেক পুরোনো হওয়ায় সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবে অনেক লোক একসঙ্গে সেই ছাউনির ওপর উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযান এখনো চলছে। উদ্ধারকৃতদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন।