রাজধানীতে ট্রেনের ধাক্কায় মো. জিসান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার(১২ মার্চ)সকাল সাড়ে নয়টার দিকে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. জিসান ভোলার তমিজউদ্দিন থানার মো. বাবুল মিয়ার সন্তান। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন জিসান। তিনি তমিজউদ্দিন এলাকার একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নিহতের মামা মো. সোহাগ জানান, আমরা সবাই ভোলার তমিজউদ্দিন থেকে গাজীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলাম। আজ অনুষ্ঠান শেষ করে ভোলার তমিজউদ্দিন ফেরার পথে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকায় আমার ভাগিনা প্রাকৃতিক ডাকে সাড়া দিলে ট্রেন লাইনে যাবার পথে হঠাৎ একটি ট্রেনের ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।