Image description

ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ার পর ফিলিপাইনের উপকূলীয় গ্রামে কয়েক ডজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। গত সপ্তাহে এমটি প্রিন্সেস ইম্প্রেস নামে একটি জাহাজ ৮ লাখ লিটার শিল্প জ্বালানি তেল নিয়ে ওরিয়েন্টাল মিন্ডোরো প্রদেশের উপকূলে ডুবে যায়। সেই জ্বালানি তেল আশেপাশের জেলেপাড়ার তীরে পৌঁছায়। এতে সৈকতে কালো লেপের আস্তরণ পড়ে। 

বিবিসির খবরে বলা হয়েছে, এরই মধ্যে সমুদ্র উপকূলের জেলে অধ্যুষিত এলাকাগুলোতে অসুস্থ হয়ে পড়েছে কয়েক ডজন মানুষ। সমুদ্রতীরে বসবাসকারী মানুষ ভুগতে শুরু করেছে খিঁচুনি, বমি এবং মাথা ঘোরা জাতীয় সমস্যায়। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন তেল পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীরাও।

সংবাদমাধ্যমের খবর বলছে, জ্বালানি তেলের বাষ্প বাতাসে মিশে গিয়েছে। আর শ্বাসের সঙ্গে এ বাতাস টেনে নেয়ার ফলেই বমি এবং মাথা ঘোরার মতো উপসর্গ তৈরি হয়েছে। এছাড়া তেলমিশ্রিত পানি ত্বকের সংস্পর্শে এসে ঘটছে চুলকানি ও ফোসকা পড়ার ঘটনাও।

ছড়িয়ে পড়া তেল প্রভাবিত করছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশকেও। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলছেন, এ ঘটনা সমুদ্রের খাদ্যশৃঙ্খল এবং বাস্তুতন্ত্রকে ব্যাহত করবে, মারা পড়বে হাজার হাজার সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ।

বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ এ সমুদ্র দূষণের ফলে প্রায় ৩৬ হাজার হেক্টর এলাকার প্রবাল মারা যাবে। কিছু প্রবাল বেঁচে গেলেও ব্যাহত হবে তাদের বিকাশ।

এদিকে জাহাজডুবির ফলে প্রভাবিত এলাকাকে বিপর্যস্ত ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। ওই এলাকাটি পুরোপুরি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত সেখানে মাছ ধরার বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। কর্তৃপক্ষ বলছে, জেলেদের সমুদ্রে নামা আটকাতে ব্যবস্থা নিচ্ছে তারা। এমনকি ১৮ হাজারের বেশি জেলেকে সমুদ্র থেকে ফেরতও পাঠিয়েছে প্রশাসন। তবে এ নিষেধাজ্ঞার ফলে স্থানীয় মৎসজীবী মানুষ বিপাকে পড়েছেন।