Image description
হয় খাদ্য নয় ফাঁসির দড়ি
শহীদুল্লাহ ফরায়জী নিরন্নকে খাদ্য বিলাও নয় ক্ষুধার ঝুলন্ত দড়ির ওপর ঝুলিয়ে দাও কায়দা করে রাষ্ট্র থেকে গরিবি হটাও। হে জনগণ, ক্ষুধার্ত দেহে ভিক্ষুক সেজে দু'হাত মেলে দাঁড়াও 'মাথা পিছু আয়' ব্যাগ ভর্তি করে নিয়ে যাও। হে সর্বস্বান্ত জনগণ, দুধের বাচ্চা বিক্রি করে দেহ বাঁচাও জিডিপি গুনে গুনে ফ্লাইওভারে ঘুমাও সরকারের গায়ে মহিমান্বিত পোশাক পরাও। হে অভাগা মানুষ, ভাত রুটি যদি না পাও সোনায় সোহাগা শুধু 'রোল মডেল' খাও অভিশপ্ত উপত্যকার দুর্নাম ঘুচাও। উন্নয়নের কি দারুণ গতি ট্রাকের পিছনে দৌড়াও পণ্য শূন্য ট্রাকে ঝুলন্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে মিনতি জানাও বৈষম্যপূর্ণ রাষ্ট্রের জয় গান গাও।