পাইলস বা অর্শ খুব পরিচিত একটি সমস্যা। সাধারণত ৪৫ বছরের উপরে যাদের বয়স, তাদের মধ্যে এই রোগের প্রভাব সবচেয়ে বেশি। তবে এখন কমবয়সীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে। জীবনযাত্রায় নানা ধরনের অনিয়ম ও পুষ্টিকর খাবার না খাওয়ার ফলে এই সমস্যা হতে পারে।
শরীরে পানির অভাবেও এই সমস্যা হয়। কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার মতো কারণে পাইলসের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এমনকি পরিবারে কারও এই সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মে এই ঝুঁকি বাড়তে পারে।
কী কী করলে এই সমস্যা থেকে দূরে থাকা যায়? ফাইবারযুক্ত বেশি করে খেলে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে পারলে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাস বদলালে এই সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে।
কখন বুঝবেন পাইলসের সমস্যা হয়েছে আপনার? মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে ওঠার মতো উপসর্গ পাইলসের লক্ষণ। এই সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসককের পরামর্শ নেয়া উচিত। এছাড়া ঘরোয়া কয়েকটি সহজ উপায়ে পাইলসের যন্ত্রণা কমিয়ে রাখা সম্ভব।
যদিও এর কোনোটিই পাকাপাকি সমাধান নয়। কিন্তু এগুলো সমস্যা কিছুটা ঠেকিয়ে রাখতে পারে। দেখে নেয়া যাক, সেগুলো কী কী।
১। নিয়মিত বরফের মালিশ করুন মলদ্বারে। বরফ রক্ত চলাচল সচল রাখে ও ব্যথা দূর করে। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ব্যথার স্থানে ১০ মিনিট রাখুন। দিনে বেশ কয়েকবার এটি করলে পাইলসের ব্যথা দ্রুত সারবে এবং সেই সমস্যা থেকে অচিরেই মুক্তি পাবেন।
২। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল প্রতিদিনকার ডায়েটে রাখুন। তাতেও পাইলসের সমস্যা কাটিয়ে উঠবেন ধীরে ধীরে। এই তেল শরীরে প্রদাহ দ্রুত কমায়। অর্শরোগ নিরাময়ের ক্ষেত্রেও এটি খুবই কার্যকরী।
৩। গ্রীষ্ম আর বর্ষাকালে জাম পাওয়া যায়। এই ফল পাইলসের সমস্যা কমাতে পারে। এতে থাকে প্রচুর ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট আছে। এটি পাইলসের সমস্যা কমিয়ে দেয়। দিনে দুই-তিনটি জাম খেলে এই সমস্যা কমতে পারে।
৪। শরীর শুকিয়ে গেলে পাইলসের সমস্যা বাড়তে পারে। তাই পর্যাপ্ত পানি পান করুন। এর পাশাপাশি আদাকুঁচি, লেবু ও মধু মিশিয়ে দিনে অন্তত দুইবার পানি খেলে অর্শরোগ কমতে পারে।
৫। একটি তুলোর বলে অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে নিন। ব্যথার স্থানে সেটি লাগিয়ে নিন। শুরুতে কিছুটা জ্বালা করতে পারে। কিন্তু আস্তে আস্তে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।
এছাড়া এক চা চামচ আপেল সিডার ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে পান করুন। এতে পেট পরিষ্কার হবে। পাশাপাশি পাইলসের ব্যথাও কমবে। তবে পরিস্থিতি বেশি খারাপ মনে হলে চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না।
ঢাকাটাইমস