ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষা করেছেন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ের সৌজন্য সাক্ষাতে যান হিন্দু মহাজোটের একটি প্রতিনিধি দল।
যৌথ বৈঠকে নেতৃবৃন্দের মাঝে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনূছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, কে এম শরীয়তুল্লাহ প্রমুখ।
হিন্দু মহাজোটের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি সভাপতি অ্যাডভোকেট দ্বীনবন্ধূ রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু প্রমুখ।
ঢাকাটাইমস