Image description
সচিবদের কাছে সরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী
কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতায় সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। এসময় সচিবদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে উপস্থিত সব সচিবকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন নিজ নিজ মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত তাকে জানানোর জন্য।