মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না : মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি আপনাদের (শ্রমিকদের) অনুরোধ করব, আপনারা আপনাদের ন্যায্য সংগ্রামের সঙ্গে ভোটাধিকারের যে সংগ্রাম চলছে, সে লড়াই অব্যাহত রাখুন। শেষ পর্যন্ত আমরাই জিতব।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মান্না এ কথা বলেন। মান্না আরো বলেন, ‘মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না।
কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে আওয়ামী লীগ বলবে আমরা জিতেছি।’
মান্না বলেন, ‘চতুর্দিক থেকে শোনা যাচ্ছে, গার্মেন্টস সেক্টরের ওপর নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আসবে। কিন্তু সে কথা তারা ভাবছে না।’