Image description
৪ শর্তে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন রওশন (ভিডিও)
চারটি শর্তে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন জাতীয় পার্টির সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। একটি নির্ভযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চার শর্ত মেনে নিলে এরশাদকে নির্বাচনে আসতে রাজি করাবেন রওশন এরশাদ। আর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি মহাজোটে ফিরবে। শর্ত গুলো হলো- এক. ৭০ টি আসনে নৌকার প্রতীক নির্বাচন করতে পারবে না। দুই. এরশাদের সব মামলা প্রত্যাহার করতে হবে। তিন. এরশাদকে রাষ্ট্রপতি করতে হবে। চার. আনুপাতিক হারে জাতীয় পার্টির মন্ত্রিত্ব দিতে হবে। [youtube]JuYIe3__thI[/youtube] এই চারটি শর্ত মেনে নিলে এরশাদকে নির্বাচনে ফেরানোর দায়িত্ব নিবেন রওশন এরশাদ।