জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।
তিনি ২.৪ ওভারে মাত্র ৩ রান খরচ করে ৫ উইকেট শিকারের নজির গড়েন। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা বোলিং ফিগার।
এর আগে ২০০৯ সালে পাস্তিানের সাবেক তারকা পেসার উমর নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন। তার সেই রেকর্ড আজ ভেঙে দিলেন ২৫ বছর বয়সী বোলার মুকিম।
মঙ্গলবার জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ৩৭ রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে।
এরপর বালির বাধের মতো ভেঙে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। ২৭ বলে ৩৭ রান করার পর মাত্র ২০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১২.৪ ওভারে ৫৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৮৭ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।
দলের জয়ে ১৮ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সায়েম আইয়ুব। ১৫ বলে দুই চার আর এক ছক্কায় ২২ রান করেন আরেক ওপেনার ওমাইর ইউসুফ।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১২.৪ ওভারে ৫৭ (বেনেট ২১, মারুমানি ১৬, মাদান্দে ৯, মেয়ার্স ৩, রাজা ৩; মুকিম ৫/৩, আব্বাস ২/২, সালমান ১/৭, হারিস ১/১৩)
পাকিস্তান: ৫.৩ ওভারে ৬১ ( ওমাইর ২২*, সাইম ৩৬*; এনগারাভা ০১৫, রাজা ০/১১)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সুফিয়ান মুকিম (পাকিস্তান)।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন