Image description
বাংলাদেশিদের ‘নিরাপদ’ পাকিস্তানে যেতে বললেন হাসান মাহমুদ
২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিমবাসে হামলা হয়েছিল। এরপর নিরাপত্তা শঙ্কায় অনেকদিন পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক খেলা হয়নি। সম্প্রতি দেশটিতে সীমিত পরিসরে আন্তর্জাতিক খেলা হচ্ছে। বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল অবস্থান করছে পাকিস্তানে। পাকিস্তানে ফের আন্তর্জাতিক খেলা চালু হওয়ার পেছনে বাংলাদেশের অনেক বড় অবদান আছে। কারণ, দীর্ঘদিন দেশটিতে খেলা ব্ন্ধ থাকার পর বাংলাদেশই প্রথম সেখানে সফরে যায়। এরপরই অন্যান্য দেশ পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে রাজি হয়। এরপর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অনেক তারকা ক্রিকেটার খেলতে যায়। ধীরে ধীরে পাকিস্তানে ক্রিকেটীয় পরিবেশের উন্নতি হতে থাকে। যে কারণে দেশটিতে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। গতকাল সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান সফরের কিছু অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডানহাতি এই পেসার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তার প্রশংসা করেন। সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আসলে যখন প্রথমে এলাম, দেখলাম পাকিস্তান অনেক সুন্দর। আবহাওয়া, নিরাপত্তা, শহর, খাবার সবকিছু দুর্দান্ত ছিল।’ এরপর এক পাকিস্তানি সাংবাদিক হাসানকে নিরাপত্তা বিষয়ক প্রশ্ন করেন। উত্তরে বাংলাদেশি পেসার বলেন, ‘আমি মনে করি, আপনারা চাইলে যেকোনো সময় পাকিস্তানে আসতে পারেন। আপনারা চাইলে পাকিস্তান ভ্রমণ করতে পারেন, এটা অনেক নিরাপদ জায়গা।’ গতকাল ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন হাসান। টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট পান টাইগার পেসার। এরপর রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লেখেন তিনি।