Image description
অস্ট্রেলিয়ায় দ্বিতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ
জয় দিয়ে ৯ দলের টপ এন্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। এরপর টানা দুই হারের তেঁতো স্বাদ পায় আকবর আলীর দল। তবে নিজদের চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এসিটি কমেটসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে পেসার রিপন মন্ডলের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে এসিটি কমেটস। দলের পক্ষে মিকি ম্যাকনামারা করেন সর্বোচ্চ ২৬ বলে ৩৬ রান। এছাড়া স্কট মার্ন করেন ২০ রান। বাংলাদেশ এইচপির পক্ষে রিপন ৩টি ও আবু হায়দার রনি নেন ২টি উইকেট। ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলম। ৩১ বলে ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান। তবে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিশান। এরপর পারভেজ ইমনের ২৩ রানে ভর করে ১৬ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ এইচপি। ইত্তেফাক