কেন উইলিয়ামসনের ফিফটি প্রথম ইনিংস লম্বা করছে নিউজিল্যান্ড। ধীরপায়ে এগিয়ে চলছে সম্মুখপানে। চার উইকেট হারালেও পেড়িয়েছে দেড়শো রানের গণ্ডি। দ্বিতীয় সেশন শেষে চা বিরতির আগে ৫২ ওভারে সংগ্রহ ১৬৪/৪।
অন্যপ্রান্ত থেকে কেউ ইনিংস বড় করতে না পারলেও একপাশ আগলে দলকে টানছেন উইলিয়ামসন। ১১৬ বলে ৬৬ রানে অপরাজিত আছেন তিনি। টম ব্লান্ডেল অপরাজিত ১ রানে।
এর আগে ব্যাট করতে নেমে কিউইদের উদ্বোধনী জুটি ভাঙে ৩৬ রানে। টম লাথামকে ফেরান তাইজুল ইসলাম। ৮ রান যোগ হতেই আরেক ওপেনার ডেভন কনওয়েকে ঝুলিতে পুড়েন মেহেদী মিরাজ। লাথাম ২১ ও কনওয়ে আউট হন ১২ রানে।
বুধবার দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম বলেই শরিফুল আউট হলে আগের দিনের সংগ্রহ ৩১০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন মাহমুদুল হাসান জয়। ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস।