তামিমের অনুসারীদের কারণে দলের পারফরম্যান্স খারাপ হতে পারে: সাকিব
বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। দেশের ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছিল বেশ।
বিশ্বকাপের ঠিক আগে অধিনায়ক সাকিব একটি সাক্ষাৎকারে তার ঠিক আগের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নানা প্রশ্ন তোলেন।
এসব আলোচনা-সমালোচনাকে সঙ্গী করেই বিশ্বকাপে আসে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টে একদমই ভালো করতে পারেনি তারা। সর্বশেষ আজ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তারা। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব।
তার কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে অনেক ‘অপ্রিয় সত্য’ কথা বলেছেন তিনি। লম্বা সময় অধিনায়ক থাকায় দলেও নিশ্চয়ই তামিমের অনুসারী আছে। তাদের প্রভাব কি দলের ওপর পড়েছে? উত্তরে সাকিব বলেছেন, ‘রাখতে পারে। ’