Image description
সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে ব্রাজিল
‘এবারের ব্রাজিল নেইমার নির্ভর নয়’- এই আলোচনা চলছে কাতার বিশ্বকাপ শুরুর বেশ আগে থেকেই। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হলো না পিএসজি তারকার। দলটা যে নেইমার নির্ভর নয়, এ কথার অবশ্য প্রমাণ মিলল না এদিন। বরং গোলের জন্য সংগ্রাম করতে হলো। শেষ পর্যন্ত কাসেমিরোর একমাত্র গোলে জয় পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে নেয় ব্রাজিল। কাসেমিরো একমাত্র গোলটি করেন ম্যাচের ৮৩তম মিনিটে। এর আগে ভিনিসিউস জুনিয়র বল জালে জড়ালেও ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। তাই বাতিল হয় গোল। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেল তিতের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে তাদের শেষ ষোলো নিশ্চিত হলো। ব্রাজিল গ্রুপে তাদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আগামী শুক্রবার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।