১৬ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত করার পথে আরও এগুলো দেশটি। বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে কঠোর আইন। খবর রয়টার্সের।
মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের বিরদ্ধে এ আইনে জরিমানার বিধান রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান যদি ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া চালাতে লগইন করার অনুমতি দেয় তাহলে তাদের ৩২ বিলিয়ন ডলার জরিমানা করা হবে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে নতুন এই প্রক্রিয়া শুরু হবে এবং এক বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘ক্ষতিকর’ সামাজিক মাধ্যম থেকে শিশুদের রক্ষায় এই আইন প্রয়োজন। তার এই মতকে দেশটির অনেক বাবা-মা ই সমর্থন করেন।
তবে সমালোচকরা বলছেন এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এছাড়া প্রাইভেসি এবং সামাজিক সংযোগের ওপর এটির প্রভাব কেমন হবে সেটিও স্পষ্ট নয়।
গত সপ্তাহে সংসদের নিম্নকক্ষে আইনটি উত্থাপন করেন প্রধানমন্ত্রী আলবানিজ। ওই সময় তিনি বলেন, ‘এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা চাই তরুণ অস্ট্রেলিয়ানরা সত্যিকার অর্থে একটি শৈশব পাক। আমরা চাই বাবা-মায়েরা যেন শান্তি পান।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন