ক্ষমা চেয়ে যা বললেন ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য মিলন ভট্টাচার্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন শোবিজ অঙ্গনের আওয়ামী লীগপন্থী বেশ কয়েকজন তারকা। সেখানে আন্দোলনের বিপক্ষে কথা বলার পাশাপাশি আন্দোলনের পক্ষে থাকা তারকাদের নিয়েও বিদ্বেষ, কূরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করতেন। গ্রুপি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে ‘তথাকথিত জনিপ্রয় অভিনেত্রী’ নিয়ে তেমনই মন্তব্য করেন অভিনেতা মিলন ভট্টাচার্য।
‘আলো আসবেই’ গ্রুপের কথোপকথন ফাঁস হলে নিজেকে নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান সাদিয়া আয়মান। তিনি মন্তব্যকারী মিলন ভট্টাচার্যের নাম উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। আর সে পোস্টের মন্তব্যে ক্ষমা চেয়েছেন মিলন ভট্টাচার্য।
সাদিয়া আয়মান তার পোস্টে লেখেন, ‘আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচার্য দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো ‘‘এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’’কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন ‘‘আলো আসবেই’’, তা বেশ ভালো, তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন?’
মন্তব্যের ঘরে মিলন ভট্টাচার্য লেখেন, ‘আমি খুবই দুঃখিত। যদি সম্ভব হয়, ক্ষমা করে দিও। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি এভাবে বিষয়টা বোঝাতে চাইনি। এটা একটা কথার সিরিয়ালে আসছে। যাই হোক, আমি লজ্জিত এমন শব্দ ব্যবহারের জন্য।’
তিনি লেখেন, ‘তোমার বিরুদ্ধে আমি নই, বিশ্বাস কর। দুঃখিত, সে সময়ে দেশের অস্থির পরিস্থিতির জন্য। কী যে কথা বলেছি, সত্যিই বলছি— মাথা ঠিক ছিল না। বিশ্বাস কর, আমি চাই তুমি বিষয়টা বোঝ, তোমার বিরোধী নই আমি।’
উল্লেখ্য, ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ আহমেদ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজে অনেক তারকা। এই তালিকায় আছেন নায়ক জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনেতা আজিজুল হাকিম, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে।