Image description
কৃষকদের অর্থনৈতিক সহায়তা বাড়াতে ‘মুদারাবা’ ও ‘মুশারাকা’ সিস্টেম চালু করলো আফগানিস্তান
কৃষকদের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কৃষি উন্নয়ন তহবিলের আওতায় ইসলামী অর্থনীতির মুদারাবা ও মুশারাকা সিস্টেম চালু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। রবিবার (১ সেপ্টেম্বর) দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে এই দুটি চুক্তি উদ্বোধনের আয়োজন করে। কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রী মাওলানা সরদার আজম উসমানী বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার দেশের কৃষক ও গৃহপালিত পশুর মালিকদের সহায়তায় বদ্ধপরিকর। মুদারাবা ও মুশারাকা সিস্টেম দুটো আমাদের সরকারের কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়ানোর ও ইসলামী অর্থনীতির পরিষেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বৃহৎ প্রচেষ্টার অংশ। কৃষি উন্নয়ন তহবিলের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল গফুর গফফারী মুদারাবা ও মুশারাকা সিস্টেমের ব্যাপারে বলেন, ‘মুশারাকা’ হলো ‘ইসলামী ইক্যুয়টি ফিন্যান্সিং’ এবং ‘মুদারাবা’ হলো ‘ইসলামী প্রফিট শেয়ারিং’। কৃষি খাতে অর্থনৈতিক জোগান বাড়াতে তহবিলের হাই-কাউন্সিল ইসলামী অর্থনীতির এই দুটি সিস্টেমের অনুমোদন দিয়েছে। কৃষি ও গবাদিপশুর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এই দুটো চুক্তিকে সাজানো হয়েছে। তহবিল কর্মকর্তারা বলেন, আমরা আশা করছি, ইসলামী অর্থনীতি নির্ভর চুক্তিদ্বয় কৃষক, পশুর মালিক ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের স্ব স্ব কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে। দেশজুড়ে কৃষির উন্নয়নে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: বাখতার