Image description
প্রয়োজনে ইসরাইলের মুখোমুখি হবে তুরস্ক : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইল বিভিন্ন অঞ্চলে আগুন লাগানোর যে চেষ্টা করছে তা রুখে দিতে প্রয়োজনে তাদের মুখোমুখি হবে তুরস্ক। বুধবার (১৪ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন। এরদোগান বলেন, গাজ্জায় ৪০ হাজার নিরপরাধ মানুষের রক্ত ​​ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আছ-ছানীর সঙ্গে সাক্ষাতে এরদোগান বলেন, হামাসের নেতাকে হত্যা করে ইসরাইল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনও অভ্যাস নেই।