ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক।
বুধবার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নেতৃত্বের অযোগ্য’ বলে অভিহিত করে অপসারণের আহ্বান জানিয়েছেন।
এহুদ বারাক যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং একজন সামরিক জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি বলেন, নেতানিয়াহু দেশের বর্তমান পরিস্থিতির জটিলতা ‘পরিচালনা করতে ব্যর্থ’ এবং ‘তার ত্রুটিগুলোর পরিণতি অপরিবর্তনীয় হওয়ার আগে তাকে অবশ্যই অপসারণ করতে হবে।’
এহুদ বারাক এ সময় ‘নেতানিয়াহু এবং চরম ডানপন্থী ছাড়া’ একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি ।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : হারেৎজ