গাজায় আবারও বাড়তে পারে যুদ্ধবিরতি
আবারও বাড়তে পারে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি। আজ বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। জানা গেছে, এই যুদ্ধবিরতি বর্ধিত করতে আলোচনা করছে দুই পক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত শুক্রবার শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যে দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। এর মধ্যে শর্ত অনুযায়ী হামাস মোট ৮১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল দিয়েছে ১৮০ জন ফিলিস্তিনি। এবার সেই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবার জন্য আলোচনা চলছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারীরা কাজ করে যাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছেন। সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবেন।
ইসরায়েলের সরকারি মুখপাত্রের দাবি, যুদ্ধবিরতির মেয়াদ আরও পাঁচদিন বাড়াতে তাদের আপত্তি নেই।
তবে হামাসে পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। গতকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়।