Image description
শার্শায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি। মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামে এ ঘটনা ঘটে। আনিসুর কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি নিজামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন। নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম বলেন, সন্ধ্যায় কেরালখালী গ্রামের মোল্লাপাড়া সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর। এ সময় প্রবাস ফেরত নাসির উদ্দিন পেছন থেকে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপ ও হাতুড়ি দিয়ে আঘাত পালিয়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশরাফুজ্জামান মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আনিসুরের জানান, এ ঘটনায় তদন্ত শেষ হওয়ার পরেই প্রকৃত সত্য জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।