Image description
বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক দিয়ে ডাকাতি
সিরাজগঞ্জের তাড়াশে চেতনানাশক ব্যবহার করে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি করা হয়েছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন দ্রব্যাদি লুট করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সদস্য মো. আলতাব হোসেন। জানা যায়, উপজেলার দেবী গ্রামের বাসিন্দা ও নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজম আলীর বাড়িতে বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল ভেঙে চেতনানাশক প্রয়োগ করে সবাইকে অজ্ঞান করে নগদ এক লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কাজের লোক বাসায় গিয়ে ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।