দিনাজপুরের ফুলবাড়ীতে মৃত স্বামীর ভিটে-বাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন কুয়েত প্রবাসী বিউটি আক্তার। উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না এই নারী।
বিউটি আক্তার ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌরীপাড়ার মৃত মহাসিন আলীর স্ত্রী। তাদের দুই ছেলে-মেয়ে। মৃত মহাসিন আলীরা দশ ভাই-বোন। তারা স্বামী-স্ত্রী উভয়ে ছিলেন কুয়েত প্রবাসী। ২০১৮ কুয়েতে স্বামী মহাসিন আলীর মৃত্যু হয়। পরে মৃত স্বামীর লাশ নিয়ে দেশে ফিরেন বিউটি আক্তার এবং উঠেন স্বামীর ক্রয়কৃত বাড়িতে। স্বামীকে দাফন-কাফন করে ছেলে-মেয়েদের নিয়ে আবারও ফিরে যান কুয়েতে।
পরে ২০২২ সালে আবারও দেশে ফিরে এসে দেখেন, তার স্বামীর বড় ভাই মোবারক হোসেন তাদের ৮ শতকের উপর বাড়ি-ঘর দখল করে নিয়েছে। বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি ছেলে-মেয়ে সহ প্রবাসী এই নারীকে। আবার তারা ফিরে যায় প্রবাসে। ওইসময় তিনি ঢাকায় অ্যাম্বাসির মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগও করেন।
আবারও গত দুই মাস আগে স্বামীর শেষ স্মৃতিটুকু উদ্ধার করতে দেশে আসেন বিউটি আক্তার। কোনোভাবেই স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না তিনি। তার স্বামীর বড় ভাই মোবারক আলী ও তার এক বোন এই জায়গা আত্মসাৎ করার পায়তারা করছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। শেষে নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি ও স্বামী সম্পত্তি ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। জমি মাফজোখ করে বের করে দেওয়ার প্রতিশ্রুতিই মিলেছে শুধু, তার কোনো প্রতিকার মিলেনি ।
মৃত মোহাসিন আলীর ছোট বোন টুনটুনি বলেন, “আমরা দশ ভাই-বোন, আমি সবার ছোট। আমার ভাই মোহাসিন আলী ও ভাবি কুয়েত প্রবাসী। ভাই মারা গেছেন, এখন ভাবি ও দুই ছেলে-মেয়ে আছেন। ভাইয়ের ক্রয়কৃত বাড়িসহ ৮ শতক জমি আমার বড় ভাই মোবারক হোসেন জবরদখল করে রেখেছে। ভাবিকে তার বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়াও আমার অংশও দখল করে রেখেছে।”
মৃত মোহাসিন আলীর আরএক বড় ভাই মিন্টু হোসেন বলেন, “আমার ছোট ভাই বউ বাচ্চাদের নিয়ে কুয়েতে বসবাস করতো। ২০১৮ সালে ভাই মারা যায়। বর্তমান আমার সবার বড় ভাই মোবারক হোসেন তার বাড়িসহ জায়গা দখল করে আছে। কোনো ভাবেই তার স্বামীর বাড়ি ফিরতে দিচ্ছে না। গায়ের জোরে দখল করে আছে। আমরা চাই আমাদের মৃত ভাইয়ের বাড়ি তার স্ত্রী সন্তান ফিরে পাক।”
ভুক্তভোগী বিউটি আক্তার বলেন, “স্বামীকে হারিয়ে আজ আমি একা, ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে। স্বামী বেঁচে থাকতে তার ভিটে-বাড়িতে কুয়েত থেকে এসে বসবাস করতাম। কিন্তু স্বামী মারা যাওয়ার পর কয়েক বছর পর এসে দেখি আমার স্বামীর বড় ভাই মোবারক হোসেন ঘর-বাড়ি দখল করে রেখেছে। এখন আমাকে আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। আমি স্বামীর বাড়ি ফিরে পেতে থানাসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমার স্বামীর ক্রয়কৃত জায়গার কাগজপত্র সব আছে। তারপরও কেন আমার জমি ফেরত পাচ্ছি না। জমি মাপজোখ করে ইউএনও সাহেব আমাকে জমি বের করে দিবে। কিন্তু তিনি শুধু ডেট পাল্টান। আমি একজন প্রবাসী, সরকারের নিকট আকুল আবেদন- যেন আমার স্বামীর শেষ সম্বলটুকু ফিরিয়ে দেয়।”
বিউটি আক্তারের জমি কেন দখল করে রেখেছেন জানতে চাইলে মৃত মোহাসিন আলীর বড় ভাই মোবারক হোসেন বলেন, “আমরা ভাই-বোন অনেক, জমির কোন বন্টননামা হয়নি। আদালতে বন্টন নামার একটা মামলা করেছি। বিষয়টি আদালত দেখবেন।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম খন্দকার মুহিবুল বলেন, “বিউটি আক্তার নামে এক কুয়েত প্রবাসী চলতি মাসের ২১ তারিখে একটা জিডি করেছেন। তার স্বামীর বাড়ি নাকি তার বড় ভাই জবরদখল করে রেখেছে। তাকে নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা তাকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছি। কোন প্রকার বিশৃঙ্খলতা হতে দিবো না।”
এবিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো.আল কামাহ্ তমাল বলেন, “প্রবাসী বিউটি আক্তার নামে একজন নারী অভিযোগ দিয়েছেন, তার স্বামীর ক্রয়কৃত জায়গা তার স্বামীর বড় ভাই দখল করে রেখেছে। আমি নোটিশ করেছি এবং সরজমিনে তহশিলদার পাঠিয়েছি। তারা উভয়ে জমি মাপার আমিন রাখবে। জমি মেপে তার ক্রয়কৃত জমি বের করে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।”
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন