Image description
গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানী ঢাকার গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ জেলা পর্যায়েও কর্মসূচি পালনে দু’টি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় বলা হয়: ১. যাতে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো প্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন। ২. গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এই জমায়েত অনুষ্ঠিত হবে। একইদিন শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে বিকাল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।