Image description
যুবলীগ নেতা মুন্না গ্রেফতার
সিলেটে অভিযান চালিয়ে ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মুন্না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। জানা যায়, গ্রেফতার মুন্নার বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অভিযোগ রয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনসহ সিলেটের বিভিন্ন এমপির অবৈধ ব্যবসার মূলহোতা ছিলেন। গত ৪ আগস্ট সিলেট নগরীর চারদিঘীরপাড় এলাকায় মুন্নাসহ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি-বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান। পরে এ ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন মুন্না। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মুন্নার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বিডি প্রতিদিন