চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- গান পরিবেশনকারী শহিদুল ইসলাম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। শহিদুল নগরীর তানজীমুমুল উম্মাহ মাদরাসা ও নুরুল করিম দারুল ইফরান মাদরাসার শিক্ষক। আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন। পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গান পরিবেশন করেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গতকাল জেএম সেন হলের পূজামণ্ডপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ইসলামি গান গাওয়া নিয়ে ফেসবুকে বেশ সমালোচনা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করে। তার অনুরোধে শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০, রনি (২৮) ও গোলাম মোস্তফা ও মো. মামুন (২৭) দুইটি পরিবেশন করেন। সেখানে একটি গানের ভাষায় শব্দ চয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে প্রতীয়মান হয়। পরে পুলিশ এ ঘটনায় তৎপর হন এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তিনি বলেন, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অপতৎপরতার কোনো উদ্দেশ্য আছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানাধীন জেএম সেন হলের পূজামণ্ডপে ছয়জন মঞ্চে উঠে ইসলামি গান পরিবেশন করেন। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এমন সঙ্গীত পরিবেশনা করেছেন। যদিও শিবির এক বিবৃতিতে বলেছে, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। যারা গান পরিবেশন করেছেন তাদের সঙ্গে শিবিরের সম্পর্ক নেই। গান পরিবেশনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ওই পূজামণ্ডপে গিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, মণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেএম সেন হল পূজামণ্ডপে কালচারাল প্রোগ্রাম ছিল। পূজা উদযাপন কমিটির অন্যতম সদস্য সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠে। সংগঠনটি শাহ্ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’-শীর্ষক গান দুটি পরিবেশন করে। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান-গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।