চার নেতাকে নিয়ে অনেক অপ্রীতিকর কথা বলেছিলেন শেখ হাসিনা : সোহেল তাজ
জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
সম্প্রতি নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল- সেসব বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পদত্যাগের পর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে সোহেল তাজ বলেন, ‘আমি তিন দফা নিয়ে একটি আন্দোলন করেছি ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যার বিচারের দাবিতে। যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম, জাতীয় চার নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম?’
তিনি বলেন, ‘শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে ২০২৩ সালের ৩ নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। তিনি (শেখ হাসিনা) রাত ১২টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আমার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় চার নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি।’