Image description
তিনি বিএনপি নেতা সালাহউদ্দিনকে ভারতে স্থানান্তর করেন, এখন ট্রাস্ট ব্যাংকের উচ্চ পদে
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম মাহমুদ চৌধুরী ২০১৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগ মিলেছে। সেলিম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা, যিনি এখন ট্রাস্ট ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত আছেন। বাংলা আউটলুকের তদন্তে এসব তথ্য মিলেছে। সেলিম মাহমুদ, বিএ-৩৪৫২ হিসেবে চিহ্নিত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামাতা। অবসর গ্রহণের পর সেলিম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্মি ওয়েলফেয়ারের বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংকে জেনারেল সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন। এখনও তিনি সেই পদে রয়েছেন। ২০১৫ সালে সালাহউদ্দিনের কুখ্যাত অপহরণ, নিখোঁজ এবং ঘটনাক্রমে পুনরুত্থানের সময়, সেলিম বিজিবির গোয়েন্দা শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে, তিনি সালাহউদ্দিনকে বহনকারী কনভয় সিলেটের সংগ্রাম সীমান্ত ফাঁড়িতে স্থানান্তরের সমন্বয় করেছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং গোয়েন্দা সংস্থার হাতে অপহরণের কয়েক সপ্তাহ পর বিএনপি নেতাকে ভারতে হস্তান্তর করা হয়। ভারতের শিলংয়ে নয় বছর কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন। ২০১৫ সালের ১১ মে মেঘালয়ের রাজধানী শিলংয়ে তাকে উদ্ধারের আগে ৬২ দিন নিখোঁজ ছিলেন। বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে, সালাহউদ্দিনকে উত্তরায় তার বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেছে এবং তারা বলেছে, সর্বোচ্চ কর্তৃপক্ষের হয়ে কাজ করেছে। ওই বছর জানুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবহন অবরোধ ঘোষণার পর শতাধিক মানুষ নিহত হওয়ার সময় তাকে অপহরণ করা হয়। নতুন নির্বাচনের আহ্বানে শেখ হাসিনাকে চাপ দেওয়ার লক্ষ্যে এই অবরোধ ছিল। ভোট কারচুপির আশঙ্কায় ২০১৪ সালের জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বিএনপিসহ অন্যান্য ১৯টি দল। সেলিম বিতর্কিত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বর্তমানে আজিজের বিরুদ্ধে গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদের নিয়োগের পর, সেলিম ২০২০ সালের জুনে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকায় স্থানান্তরিত হওয়ার আগে সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ডিসেম্বর অবসর নেওয়ার আগ পর্যন্ত এই পদে ছিলেন। সালাহউদ্দিন অপহরণের সঙ্গে সেলিমের সম্পৃক্ততা র‌্যাবের একজন কর্মকর্তা বাংলা আউটলুকে জানিয়েছেন, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে আটক করে এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগে তাকে কয়েক সপ্তাহ ধরে আটকে রাখে। র‌্যাব সূত্র উল্লেখ করেছে, সিলেট সীমান্ত দিয়ে বিএনপি নেতাকে ভারতে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেলিম মাহমুদকে। [img]https://www.banglaoutlook.org/uploads/2024/09/online/photos/salahuddin-66d956b2e15da.png[/img] সূত্র বলছে, ‘সেলিম তাকে ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তবে আমি নিশ্চিত নই যে তার ডেপুটিরা এটি সম্পর্কে অবগত ছিল কিনা।’ বাংলা আউটলুক গত বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেলিম মাহমুদের সাথে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। বর্ডার সিকিউরিটি ফোর্স, মেঘালয় ফ্রন্টিয়ার, শিলং থেকে এক্স হ্যান্ডেলের মাধ্যমে একটি বিবৃতি নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। গত ২৬ আগস্ট বাংলা আউটলুক ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার হাসনা হেনা চৌধুরী এবং হেড অব অপারেশনস মো. মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করে, সেলিম মাহমুদের নিয়োগ বিষয়ে তাদের মন্তব্যের জন্য অনুরোধ করে। কিন্তু তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে অবসরপ্রাপ্ত কর্নেল মো. জগলুল আহসান, ব্যাংকের হেড অব ক্রয়, রবিবার ফোনে বাংলা আউটলুকের সাথে যোগাযোগ করেন এবং প্রতিবেদনে তার সিনিয়র সহকর্মীর মানহানি হয়েছে মনে হলে গুরুতর পরিণতি হবে বলে হুমকি দেন। হুমকির মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পেরে জগলুল শেষ পর্যন্ত বাংলা আউটলুকে বিনিয়োগের প্রস্তাব দেন। তিনি ইঙ্গিত করেন, তিনি দীর্ঘদিন ধরে নিজের নিউজ পোর্টাল প্রতিষ্ঠার কথা ভাবছিলেন। বিরোধীদলীয় নেতাকে অবৈধভাবে আটক ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে স্থানান্তরের পেছনে বিশেষ পরিস্থিতি ছিল, যুক্তি ছিল, যা নিয়ে মন্তব্য করতে অক্ষম প্রাক্তন র‌্যাব কর্মকর্তারা। র‌্যাবে তৎকালীন গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ২০১৭ সালে মারা যান। র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সম্প্রতি গ্রেপ্তার হন। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে তথ্য নেই বলে দাবি করেছেন। এদিকে সালাহউদ্দিন তার অপহরণের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।