Image description
কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল: ফেরত আসছেন রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তা
রাশিয়া, আমেরিকা, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনে থাকা রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ফেরত আনছে সরকার। এদের মধ্যে সাত রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আদেশে এসব রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ কর্মকর্তাদের অবিলম্বে ফেরত আসতে বলা হয়েছে। তারা চুক্তিভিত্তিতে বা প্রেষণে নিয়োগ পেয়েছিলেন। যাদেরকে ফেরত আসার নির্দেশ দেওয়া তারা হলেন- রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটনের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা, নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদ ও মালেতে নিযুক্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের বিভিন্ন বিভাগে শীর্ষ পদসহ ব্যাপক রদবদল হচ্ছে। পরিবর্তন আনা হয়েছে পুলিশের শীর্ষ পদসহ পুলিশ প্রশাসনেও। এবার তা দেখা গেল কূটনৈতিক অঙ্গনে। ঢাকাটাইমস