Image description
বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। এই ইস্যুতে আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিতে চাপ অব্যাহত রেখেছি।’ বাংলাদেশ ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে প্যাটেল বলেন: ‘আমি সুনির্দিষ্ট চিঠিপত্র মধ্যে যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশের জনগণকে শান্ত থাকার এবং সহিংসতার অবসানের আহ্বানকে স্বাগত জানাই। সেইসঙ্গে দেশের নিরাপত্তা পুনরুদ্ধার এবং পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় নতুন সরকারের উদ্যোগকেও আমরা স্বাগত জানাই।’ (ঢাকাটাইমস