শিগগিরই শুরু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম
শিগগিরই শুরু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম। ভারতীয় ভিসার জন্য আবেদন করে পাসপোর্ট আটকে আছে- এমন ব্যক্তিদের কাছে পাঠানো এসএমএসে এ তথ্য জানিয়েছে আইভিএসি।
আজ শুক্রবার পাঠানো আইভিএসির ক্ষুদে বার্তায় বলা হয়, ‘প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন।’
এর আগে গত বুধবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি। তাদের ওয়েবসাইটে দেওয়া এ সংক্রান্ত বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।