Image description
চিনির দাম নিয়ে দুঃসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী
আমেরিকা-ইউরোপ মিলে পোশাক রপ্তানি বন্ধের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। দুটি দেশ বাংলাদেশের পোশাক রপ্তানি পাঁয়তারা করছে। তাদেরএ অভিপ্রায় বাস্তবায়ন হবে না। আশা করি, এই দুটি দেশ এমন কিছু করবে না, যার প্রভাব বাংলাদেশের পোশাক শিল্পে পড়ে।’ একই সঙ্গে তিনি উদ্যোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। বাজারে চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দামবৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। দেশীয় চিনির উৎপাদনও নেই। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সেই কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ার তিনি বলেন, এই নির্বাচন নিজের জন্য নয়, এটা নৌকার নির্বাচন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মনোনয়ন দিতেন, আমি তার পক্ষ হয়েই কাজ করতাম।