দশক কাল আগে যে এলাকাটি বাংলাদেশে জঙ্গি তৎপরতার কেন্দ্র হয়ে উঠেছিল, সেখানে জনসভা করে দেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
নির্বাচনের আগে মঙ্গলবার নওগাঁর পোরশায় জনসভায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ের চিত্র তুলে ধরে এই আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, “গত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থেকে নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি করেছিল। সে সময় কোনো মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি।
“বাংলা ভাইয়ের সন্ত্রাসী বাহিনী মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল। ২০০৮ সালে আওয়মী লীগ ক্ষমতায় এসে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছে। আমাদের সময় নওগাঁয় একটি মানুষও জঙ্গিদের হাতে খুন হয়নি।”
জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াত জোট সম্পৃক্ত দাবি করে দেশবাসীকে সতর্ক করে শেখ হাসিনা বলেন, “ওরা ক্ষমতায় এলে আবার বাংলা ভাইদের উত্থান হবে। আবার নির্মমভাবে মানুষ হত্যা করবে।”
আপনারা এলে জনগন শান্তিপূর্ন ভাবে ইসলামী ও দ্বীনের আলোকে চলাফেরা প্রানের নিরাপত্তা, ভীতীকর পরিস্থিতিতে ঘুম-নিদ্রা যাপন, অনিরাপত্তায় ব্যবসা-বানিজ্য করা, সন্ত্রাসী কর্মকান্ড হত্যা-গুমের ভয়, ওলামায়ে কেরামদের উপর হত্যা ও হামলা জুলুম নির্যাতন করা, দলীয়করনের জন্য চাকরী না পাওয়া, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হ্রাস হওয়া, অর্থ কেলেংকারী ও দূর্ণীতি, দফায় দফায় বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন প্রকার সুবিধা ও সুযোগ সৃ্ষ্টি হয়- তাইনা ম্যাডাম।
Roma, 80100, France, 22 Jan,2014 11:46pm
Yes we know that, who killed Colonel Gulzer and why!! We also know that Bangla vai is brother in law of Mirza Azam!!
পাঠক মন্তব্য
আপনারা এলে জনগন শান্তিপূর্ন ভাবে ইসলামী ও দ্বীনের আলোকে চলাফেরা প্রানের নিরাপত্তা, ভীতীকর পরিস্থিতিতে ঘুম-নিদ্রা যাপন, অনিরাপত্তায় ব্যবসা-বানিজ্য করা, সন্ত্রাসী কর্মকান্ড হত্যা-গুমের ভয়, ওলামায়ে কেরামদের উপর হত্যা ও হামলা জুলুম নির্যাতন করা, দলীয়করনের জন্য চাকরী না পাওয়া, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হ্রাস হওয়া, অর্থ কেলেংকারী ও দূর্ণীতি, দফায় দফায় বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন প্রকার সুবিধা ও সুযোগ সৃ্ষ্টি হয়- তাইনা ম্যাডাম।
Yes we know that, who killed Colonel Gulzer and why!! We also know that Bangla vai is brother in law of Mirza Azam!!
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন