Image description
মইনের সেনাপ্রধান হওয়ার নেপথ্য খালেদার প্রতি আনুগত্য
মওদুদ আহমদের নতুন বই 'বাংলাদেশ ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ ২০০৭-২০০৮'‘সরকারের দুর্বলতা থাকতে পারে, রাজনীতিবিদদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ২০০৭-০৮ সালে বাংলাদেশে যে সরকার ছিল, সেটাকে খুব সহজে বর্ণনা করা যায় না। মওদুদ আহমেদ তার বইতে উল্লেখ করেছেন, মইন ইউ আহমেদের সেনা প্রধান হওয়ার পেছনে মূল কারন ছিল তিনি খালেদা জিয়া প্রতি বেশী আনুগত্য ছিলেন। এটা ছিল একটি পরিচয়হীন সরকার, যেখানে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। সেখানে আসলে কোনো সরকার ছিল না। বরং সামরিক ও বেসামরিক কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত শাসনকাল, যারা খুব অল্প সময়ে নিজেদের ক্ষমতাশালী করতে জাতির বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর নতুন বই ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ এভাবেই লিখেছেন এক-এগারো-পরবর্তী সময়ের কথা। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বইয়ে মওদুদ আহমদ এক-এগারোর সেনাসমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নানা ঘটনা বিশ্লেষণ করেছেন।