Image description
‘ডিমের দাম বাড়ল কেন, আসিফ নজরুলের দোষ’
এক মন্ত্রণালয়ের কাজ অন্য মন্ত্রণালয়ের কেউ করতে পারে না জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এটা তো আইন দ্বারা ডিফাইনড।’ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, মাঝেমাঝে শুনি মানুষজন আমাকে বলে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনি, ডিমের দাম বাড়ল কেন আসিফ নজরুলের দোষ। তারপরে একজন ছাত্র চিকিৎসা পাচ্ছে না সেটা আসিফ নজরুলের দোষ বা আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশ গ্রেফতার করল কেন সেটাও নাকি আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশ গ্রেফতারের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কী সম্পর্ক। তিনি আরও বলেন, হয়তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা বা আমাকে কেউ কেউ হয়তো বেশি ভালোবাসেন সে কারণে আমার প্রতি বেশি প্রত্যাশা করা হয়। কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইনড। অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারব না। কোনোরকম এখতিয়ার নেই। আইন উপদেষ্টা বলেন, ‘তবে যখন উপদেষ্টামণ্ডলীর বৈঠক হয়, তখন এই ইস্যুগুলো এলে নিজেদের মতামত, কনসার্ন আমরা জানাতে পারি।’