Image description
রাফায় ইসরায়েলি সেনা নিহত
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে৷ বুধবার সকালে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রাফায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে৷ নিহত সেনার নাম সার্জেন্ট ইরা ইয়াইর গিস্পান (১৯)। গিস্পানের মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানে নিহত সেনার সংখ্যা ২৭৩ জনে দাঁড়িয়েছে। আইডিএফ গত সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাফায় সেনা পাঠানো শুরু করে। এটাকে তারা ‘সুনির্দিষ্ট অভিযান’ হিসাবে বর্ণনা করেছে। ইহুদি সেনারা বর্তমানে শহরের দক্ষিণ-পূর্বে তুলনামূলকভাবে ছোট একটি এলাকা দখল করে রেখেছে। বুধবার আইডিএফ জানিয়েছে, পূর্ব রাফায় অভিযান চালানোর সময় গিভাতি ব্রিগেডের সেনারা হামাসের একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায়। সামরিক বাহিনী জানিয়েছে, সেনারা ঘাঁটিতে বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যা করেছে, অস্ত্র দখল করেছে এবং প্রশিক্ষণের জন্য সন্ত্রাসী গোষ্ঠীটির ব্যবহৃত আইডিএফের নকল গাড়ি খুঁজে পেয়েছে। বিডিপ্রতিদিন