
রবিবার সৌদি আরব ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার বিষয়টি আবারও প্রত্যাখান করেছে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বিবৃতিগুলির স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে রিয়াদ।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের দ্বারা সংঘটিত ক্রমাগত অপরাধ, যার মধ্যে জাতিগত নির্মূলের ঘটনাও অন্তর্ভুক্ত, তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে দেয়া এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছে।
মন্ত্রণালয় একইভাবে ইসরায়েলি নেতার মন্তব্যের বিষয়ে নিন্দা জানিয়ে এই কাজে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। রিয়াদ সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চরমপন্থী, দখলদার মানসিকতা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক, ঐতিহাসিক এবং আইনি সংযোগ কী তা বোঝে না। তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষকে হত্যা এবং আহত করেছে। যাদের বেশিরভাগই শিশু এবং নারী। সামান্যতম মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করেছে। "
বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি নিশ্চিত করে যে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর অধিকার রয়েছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। যাদেরকে নৃশংস ইসরায়েলি দখলদারিত্ব যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে।'