Image description

চুয়াডাঙ্গা জেলায় বিএনপি নেতার বক্তব্যে নির্বাচনে প্রচারকারী বিরোধী দলের নারী সদস্যদের পোশাক খুলে নেওয়ার হুমকি এবং দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর ধারাবাহিক সহিংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি  মোহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ছাত্রপক্ষ এ প্রতিবাদ জানান ।

তিনি বলেন, বিএনপি নেতা কতৃক একটি রাজনৈতিক সমাবেশ থেকে প্রকাশ্যে নারীর মর্যাদা ক্ষুণ্ন করার এই হুমকি শুধু অসভ্য আচরণই নয়, বরং সংবিধান, প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। একইসঙ্গে রাজনৈতিক বিরোধিতাকে কেন্দ্র করে দেশজুড়ে নারী ও সাধারণ মানুষের ওপর ধারাবাহিক হামলা গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বাংলাদেশ ছাত্রপক্ষ মনে করে, এ ধরনের বক্তব্য ও সহিংসতা নারীর নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের অধিকারকে হুমকির মুখে ফেলছে, যা রাষ্ট্রের দায়িত্ব ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটে এই নিপীড়কদের জবাব দিবে।

ছাত্রপক্ষের দাবি:

১. চুয়াডাঙ্গার ঘটনায় জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. দেশব্যাপী নারী নির্যাতন ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে।

৩. সকল রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আমরা প্রশাসন, রাজনৈতিক দলসমূহ ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই- নারীর সম্মান রক্ষা ও শান্তিপূর্ণ, সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।