চুয়াডাঙ্গা জেলায় বিএনপি নেতার বক্তব্যে নির্বাচনে প্রচারকারী বিরোধী দলের নারী সদস্যদের পোশাক খুলে নেওয়ার হুমকি এবং দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর ধারাবাহিক সহিংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ছাত্রপক্ষ এ প্রতিবাদ জানান ।
তিনি বলেন, বিএনপি নেতা কতৃক একটি রাজনৈতিক সমাবেশ থেকে প্রকাশ্যে নারীর মর্যাদা ক্ষুণ্ন করার এই হুমকি শুধু অসভ্য আচরণই নয়, বরং সংবিধান, প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। একইসঙ্গে রাজনৈতিক বিরোধিতাকে কেন্দ্র করে দেশজুড়ে নারী ও সাধারণ মানুষের ওপর ধারাবাহিক হামলা গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বাংলাদেশ ছাত্রপক্ষ মনে করে, এ ধরনের বক্তব্য ও সহিংসতা নারীর নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের অধিকারকে হুমকির মুখে ফেলছে, যা রাষ্ট্রের দায়িত্ব ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটে এই নিপীড়কদের জবাব দিবে।
ছাত্রপক্ষের দাবি:
১. চুয়াডাঙ্গার ঘটনায় জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. দেশব্যাপী নারী নির্যাতন ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে।
৩. সকল রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আমরা প্রশাসন, রাজনৈতিক দলসমূহ ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই- নারীর সম্মান রক্ষা ও শান্তিপূর্ণ, সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।