ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নেতা-কর্মীদের নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমস্যার কথা শোনার পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। সাত জেলায় সমাবেশ শেষে গতকাল ঢাকায় ফিরে ভাসানটেকে নিজ আসনে নির্বাচনি সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রদানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। উত্তরাঞ্চলের চার জেলায় জনসমাবেশ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসব সমাবেশে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন।
রাজধানীর শাহজাদপুর এলাকায় গতকাল প্রচারের সময় ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ট্রাফিক জ্যাম, গ্যাস সংকট, চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করব। এলাকার দখল হওয়া মাঠ উদ্ধার করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা করব। মিরপুর মাজার রোড এলাকায় গণসংযোগকালে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, প্রচারে প্রার্থী ও কর্মী-সমর্থকেরা ভোটারদের কাছে গিয়ে নিজ দলের পক্ষে ‘দলবাজি’ করলেও সেখানে যেন ধর্মকে টেনে আনা না হয়। মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি মদতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাবে। উত্তরা ১২ নম্বর সেক্টরে এক পথসভায় ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ী সমাজের পাশে থাকব।
সবুজবাগে উঠান বৈঠক ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, এই আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে হবে। সুরিটোলা স্কুলের সামনে গণসংযোগকালে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন। মোহাম্মদপুরের নূরজাহান সড়কে গণসংযোগকালে ঢাকা-১৩ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ববি হাজ্জাজ শহীদদের আদর্শ ধারণ করে পথচলার অঙ্গীকার করেন। একই আসনে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সের সামনে প্রচার চালান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক।
রামপুরায় গণসংযোগকালে ঢাকা-১১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসউদ বলেন, দুর্নীতি, জুলুম, অত্যাচার, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার সংসদীয় এলাকাকে সেবা, সুরক্ষা, সম্মান ও নাগরিক মর্যাদা নিশ্চিতের দৃষ্টান্তমূলক মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ প্রতিদিনের সারা দেশের প্রতিনিধিরা জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে নির্বাচনি সমাবেশে খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ। দ্বীনের পথে সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগকালে কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছি। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। কুমিল্লার দেবিদ্বারে গণসংযোগকালে কুমিল্লা-৪ এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, কারিগরি শিক্ষাব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করব। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রচার শুরু করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামাল। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান। কুষ্টিয়া পৌরসভায় নির্বাচনি অফিস উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন তানোর উপজেলায়, জামায়াতের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান গোদাগাড়ী উপজেলায় প্রচার চালান। রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু হেতেম খাঁ এলাকায় ও এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান প্রচার চালান বিনোদপুর, কাজলা ও তালাইমারী এলাকায়। রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন প্রচার চালিয়েছেন কাটাখালী পৌর এলাকার কাপাশিয়ায়। কুড়িগ্রামের পৌরসভা মার্কেটে গণসংযোগ করেছেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহম্মদ নুর বখত সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় প্রচার চালান।
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গণসংযোগকালে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। সীতাকুণ্ড এলাকায় প্রচারের সময় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরী বলেন, বিএনপি দেশসেবার সুযোগ পেলে দলমতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে। হাটহাজারী এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আনোয়ারা এলাকায় প্রচার করেন চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম, নগরীর কাপাসগোলা এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হক, নগরীর ১১ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম-১০ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী শফিউল আলম গণসংযোগ করেন। খুলনার নিউমার্কেট এলাকায় গণসংযোগকালে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বন্দর ও শিল্পনগরী খুলনার ঐতিহ্য পুনরুদ্ধার করে উন্নয়নমুখী খুলনা গড়তে চাই। দৌলতপুর এলাকায় পথসভায় খুলনা-৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না। ঝালকাঠির বিনয়কাঠি এলাকায় গণসংযোগ করেছেন ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম। নোয়াখালীর হাতিয়ায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী-৬ বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম, এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী ফজলুল আজিম ও স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন আহমেদ। বাগেরহাটের কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, নির্বাচিত হলে এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সুপেয় পানির সংকট সমাধানে কাজ করা হবে।