Image description

ঢাকা ১৭ এর জামায়াত মনোনীত প্রার্থী  ডা. খালিদুজ্জামান অভিযোগ করেছেন, বিএনপির সংসদ সদস্য প্রার্থী জনাব তারেক রহমান নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা অফিসিয়ালি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয় নি। এর মধ্য দিয়ে প্রতীয়মান হয় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছি। জনগণ যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন। কিন্তু পক্ষপাতমূলক আচরণের কারণে আমরা ব্যথিত হয়েছি। 

আমরা আশা করি, নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হবে এবং আমাদের অভিযোগের প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নিবেন।