‘আমি একজন গর্বিত ভারতীয় এবং বাংলার নাগরিক। যদি ১০ বার ডাকা হয়, আমি ১০ বারই হাজির হয়ে আমার নাগরিকত্ব প্রমাণ করব,’ মঙ্গলবার ভোটাধিকার রক্ষায় এসআইআর (এসআইআর) শুনানিতে হাজির হয়ে এভাবেই মন্তব্য করেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে যার ঝুলিতে রয়েছে ৪৬২ উইকেট।
কৈশোর বয়সে কলকাতায় চলে আসা শামি ২০০০ দশকের শুরু থেকেই যাদবপুরের কাটজুনগরের বাসিন্দা।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৫ মিনিটের শুনানিতে শামি ও তার ভাই পরিচয়পত্র হিসেবে নিজেদের পাসপোর্ট জমা দেন।
শামি তার ভাইকে সঙ্গে নিয়ে গতকাল দুপুর প্রায় ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে এসআইআর শুনানি কেন্দ্রে পৌঁছান। এর আগের সপ্তাহে এই একই কেন্দ্রে অভিনেতা-সাংসদ দেব তার শুনানিতে হাজির হয়েছিলেন।
১৫ মিনিট পর কেন্দ্র থেকে বেরিয়ে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিজ্ঞ এই পেসার।
শামি বলেন, ‘নিজের নাম ও ব্যক্তিগত তথ্য সংশোধন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য বলে আমি বিশ্বাস করি। আমিও তাই করেছি। যাদের ডাকা হবে, সবাইকে শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় সংশোধন করে নেওয়ার অনুরোধ জানাই।’
তিনি আরো বলেন, ‘আমি কোনো সমস্যার মুখে পড়িনি এবং নির্বাচন দপ্তরের কর্মকর্তারা বিষয়টি খুব ভালোভাবে সামলেছেন।
নতুন বছরের শুরুতেই শামি শুনানির নোটিস পেয়েছিলেন এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হাজির হতে বলা হয়েছিল। তবে সে সময় তিনি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলায় ব্যস্ত থাকায় ওই তারিখে উপস্থিত হতে পারেননি। তিনি বিষয়টি বিএলওকে জানান, এরপর তাঁকে নতুন তারিখ দেওয়া হয়।
৩৫ বছর বয়সী এই ডানহাতি পেসার ভারতের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দলে নেওয়া হয়নি, তবু তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন এবং আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া