Image description
এ ঘটনায় গাড়ির মালিক ঠিকাদার সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন ও তার চালক কামালকে আটক করেছে পুলিশ। 

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় গাড়ির চাপায় ফিলিং স্টেশনের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন ও তার চালক কামালকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে করিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই কর্মীর নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। 

আটক গাড়ির মালিক আবুল হাসেম সুজন 'স্বেচ্ছায় পদত্যাগ' করা যুবদল নেতা। তিনি পেশায় একজন ঠিকাদার। 

জানা গেছে, ভোরে একটি জিপগাড়ি ওই পাম্পে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঠিকাদার আবুল হাসেম সুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজেই গাড়িতে তেল নেন। এরপর টাকা না দিয়েই চালক গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন সাহা গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। এ সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে একটি জিপগাড়ি চলে যাচ্ছিল। রিপন সাহা টাকার জন্য দৌড়ে মহাসড়কে গেলে কিছুক্ষণ পর তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা যায়। মাথা ও মুখ থেঁতলানো ছিল।'

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, 'এ ঘটনায় ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামালকে আটক করা হয়েছে। নিহত রিপনের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার একটি মামলা করেছেন।'

এদিকে, আটক ঠিকাদার আবুল হাসেম সুজনকে যুবদলের সভাপতি হিসেবে পরিচয় উল্লেখ করে অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল অনাম বকুল বলেন, 'সুজন যুবদলের সঙ্গে নেই। তিনি অনেক আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল থেকে পদত্যাগ করেছেন।' বিষয়টি নজরে রেখেই সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।