সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে সম্ভাব্য চার দিনের টানা ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। তবে ছুটির নির্ধারণ চাঁদ দেখা অনুযায়ী হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি শবে বরাত হওয়ায় নির্বাহী আদেশে সরকারি কর্মচারীদের ছুটি থাকবে। যদি সরকারি কর্মচারীরা পরবর্তী দিন, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারও ছুটি নেন, তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন। বৃহস্পতিবারের পরে শুক্রবার ও শনিবার স্বাভাবিক সাপ্তাহিক ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চূড়ান্ত সিদ্ধান্ত শবে বরাতের তারিখ নিশ্চিত হওয়ার পর জানা যাবে।
সরকারি চাকরিজীবীরা এই চার দিনের ছুটি কাজে বিশ্রাম এবং পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে পারবেন।