রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে একাধিক কুমির ভাসতে দেখা যাচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পরেছে ওই এলাকায়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে দুই দফা কুমির দেখে স্থানীয়রা নদীতে গোসল বন্ধ করে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম মামুন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীর তীরে থাকা উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন অংশে কুমির দেখা যাচ্ছিল বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছিল।
উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশীদুল ইসলাম টুকু বলেন, তাদের বিদ্যালয়টি নদীর তীরে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় জানান, খোজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।